Breaking News
Home / Business Idea / বাড়ি বানানোর কথা ভাবছেন? দেখেনিন মাত্র ৬ ঘন্টায় যেখানে খুশি তৈরি করা যায় এই বাড়ি! – Tipszone365.tk

বাড়ি বানানোর কথা ভাবছেন? দেখেনিন মাত্র ৬ ঘন্টায় যেখানে খুশি তৈরি করা যায় এই বাড়ি! – Tipszone365.tk

এ দেশে উত্তরোত্তর বাড়ছে জমি এবং বাড়ির চাহিদা। পাল্লা দিয়ে দামও। এ বার সেই সমস্যার সমাধানেই হাল ধরল এই বাড়ি। এক খণ্ড জমিতে, নিজের ইচ্ছা মতো ডিজাইনে, মাত্র ৬ ঘন্টায় বানানো যায় এই বাড়ি। চলুন ‘অদ্ভুত’ এই বাড়ি সম্বন্ধে জেনে নেওয়া যাক কয়েকটি তথ্য।

দেশের বেশিরভাগ শহরে, বিশেষত মেট্রো শহরগুলিতে এখন বাড়ির দাম আকাশছোঁয়া। নতুন এই বাড়ি কিন্তু সেই সমস্যা সমাধান করবে অনেকটাই। কারণ, মাত্র ৬ ঘন্টায় যেখানে খুশি বানিয়ে ফেলা যায় এই ফোল্ডিং বাড়ি।

ইতালিয়ান স্থপতি, রেনাটো ভিদাল এই বাড়িটি ডিজাইন করেছেন।

দুই ধরনের মাপে পাওয়া যায় এই ফোল্ডিং বাড়ি। একটি ২৯০ বর্গফুটের। অন্যটি ৯০৪ বর্গফুটের। লম্বায় এগুলি সর্বোচ্চ ২১ ফুট।

ছোট বাড়িটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২১ লক্ষ টাকা। বড়টির দাম ৭৩ লক্ষ টাকা।

বাড়িটিতে ভূমিকম্প প্রতিরোধ করার সমস্ত ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ।

বাথরুম থেকে কিচেন, ডাইনিং থেকে স্যানিটেশন, সিঁড়ি থেকে স্টোরেজ সমস্তই রয়েছে এই বাড়িতে।

কংক্রিটের সাপোর্ট ছাড়াই তৈরি করা যায় এই বাড়ি। এই বাড়ির প্রধান উপাদান স্টিল ফ্রেম, রক উল এবং পলিইউরেথিন ফোম।

মালিকের পছন্দ মতো নানান ডিজাইনও বানানো যায় ফোল্ডিং এই বাড়ির মধ্যে।

Check Also

১৯ বছর বয়সেই ১০০ কোটি টাকার মালিক হলেন এই তরুণ, কীভাবে? জানুন বিস্তারিত…… নিজেও চেষ্টা করুন !!

ব্রিটেনে বসবাসরত ১৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ এবার বনে গেলেন কোটিপতি। অক্ষয় রুপারেলিয়া নামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by themekiller.com